খাগড়াছড়িতে নদীতে নি’খোঁ’জের ৫ ঘন্টার পর শি’শু’র ম’রদে’হ উ*দ্ধা*র

খাগড়াছড়ির দীঘিনালায় মাইনি নদীতে শিশু আরিয়ান নিখোঁজ হওয়ার ৫ ঘন্টা পর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

আজ শনিবার (১৪ জুন)  দুপুর আড়াইটার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। আরিয়ান উপজেলার কবাখালী ইউনিয়নের দক্ষিণ মিলনপুর এলাকার মো. জাকির হোসেনের ছেলে।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কবাখালি ইউনিয়ন সংলগ্ন মাইনি নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হয়।ফায়ার সার্ভিসের দীঘিনালা স্টেশন কর্মকর্তা পংকজ বড়ুয়া জানান, সকালে শিশুটি নদীতে নিখোঁজ হওয়ার পর রাঙামাটি থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধারের চেষ্টা চালায়।দুপুর আড়াই টার দিকে নদীতে শিশুটির মরদেহ পাওয়া যায়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত কুমার সাহা গণমাধ্যমকে জানান, প্রায় ৫ ঘন্টা পর নিখোঁজ শিশু মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মাধ্যমে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দেয়া। আমি সরেজমিনে গিয়ে আরো সহায়তা করব। এর আগে ৩০ মে মাইনী নদীত লাকড়ি সংগ্রহ করতে গিয়ে তড়িৎ চাকমা নামে এক ব্যক্তির মৃত্যু হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email