কক্সবাজারের চকরিয়ায় জাতীয় পুষ্টি সাপ্তাহ ২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা বুধবার (২৮মে)বারটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, (দীপশিখা) হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অনুষ্টানের উদ্বোধন করেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার,মোহাম্মদ আতিকুর রহমান, উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা,ডাঃজয়নুল আবদীন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ,ডাঃ মোঃ আরিফ উদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ারুল আমিন, উপজেলা(ভারপ্রাপ্ত)কৃষি কর্মকর্তা শাহনাজ ফেরদৌসী, ইফতেখারুল আলম, সহকারি প্রকৌশলী (জনস্বাস্থ্য) মোঃ ইয়াছিন মিয়া, অফিসার ইনচার্জ (তদন্ত) মহিউদ্দিন মুহাম্মদ আলমগীর,উপজেলা শিক্ষা অফিসার, তাপস দত্ত, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, স্থানীয় চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিকবৃন্দ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন
এসময় বক্তারা বলেন, পুষ্টিকর খাবার ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে মাতৃমৃত্যু এবং শিশুমৃত্যু হার হ্রাস করা সম্ভব। নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে নিয়মিত স্বাস্থ্যসেবা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
এভাবেই জাতীয় পুষ্টি সপ্তাহ ও নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে বাউফলে জনসচেতনতামূলক কার্যক্রমের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
আলোচনা সভা শেষে একটি র্যালি বের করা হয় র্যালি টি চকরিয়া প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এসে সমবেত হয়।