টেকনাফে কো’স্ট গা’র্ড- র‍্যা’বের যৌ’থ অ’ভিযা’নে সাড়ে ১২ কোটি টাকা মূল্যের মা’দ’ক উ’দ্ধা’র

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড-র‍্যাব সদস্যদের যৌথ অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১২ কোটি টাকা মূল্যের ইয়াবা তৈরির কাঁচামাল ও ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে।

বুধবার ২৮ মে দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৮ মে বুধবার মধ্যরাত ২ টা ৩০ মিনিটে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও র‍্যাব-১৫ (সিপিসি-১) এর সমন্বয়ে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া মেরিন ড্রাইভের পূর্ব-পার্শ্বে হ্যাচারী সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় র‌্যাব ডগ স্কোয়াডের সাহায্যে জঙ্গলের ভিতরে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় হালকা হলুদ রঙের একটি বস্তা শনাক্ত করা হয়। পরবর্তীতে, উক্ত বস্তাটি তল্লাশি করে ১ লক্ষ ৩০ হাজার পিস ইয়াবা, ১ কেজি সম্ভাব্য ইয়াবা তৈরীর কাঁচামাল (পাউডার) ও ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ১২ কোটি ৫০ লক্ষ টাকা।
জব্দকৃত মাদকদ্রব্যের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email