মি’য়ানমা’রে পা’চারে’র আগে ৯০ হে’লমে’টসহ যু’ব’ক আ’ট’ক

সীমান্তে মিয়ানমার পাচারের চেষ্টা ঠেকাতে ফের বড় সাফল্য পেয়েছে নাইক্ষ্যংছড়ি জোনের ১১ বিজিবি।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৬ মে) সকাল ১১টার দিকে গর্জনিয়া বাজার থেকে ৯০টি প্লাস্টিক হেলমেট, কাগজবিহীন একটি মোটরসাইকেল ও মো. রবিউল ওরফে দুলু (২৩) নামের একজন যুবককে আটক করেছে বিজিবির (নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন) একটি বিশেষ টহল দল।

জানা গেছে, নাইক্ষ্যংছড়ি জোন সদর থেকে আনুমানিক ২.৫ কিলোমিটার পূর্বে, পার্শ্ববর্তী রামু থানাধীন গর্জনিয়া বাজার থেকে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন বিজিবির হাবিলদার নুরুল ইসলাম। আটক যুবকের নাম মো. রবিউল ওরফে দুলু (২৩)। তিনি কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নস্থ হাজীপাড়া এলাকার বাসিন্দা ফরিদুল আলমের পুত্র।

বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃত যুবক স্থানীয় মাছ বাজার এলাকায় তার মোবাইলের দোকানে হেলমেটগুলো মিয়ানমার পাচারের উদ্দেশ্যে মজুদ করে রেখেছিল। রবিউলের প্রাথমিক স্বীকারোক্তিতে জানা যায়, হেলমেটগুলোর মালিক বালুবাসা পাড়া এলাকার বাবুল, পিতা ফরুক আহমেদ। তবে বাবুলকে এখনও আটক করা যায়নি।

বিজিবির পক্ষ থেকে বলা হয়—“এই ধরনের অপতৎপরতা রোধে সীমান্ত এলাকায় নিয়মিত টহল জোরদার করা হয়েছে। কোনো ধরনের চোরাচালান ও অননুমোদিত চলাচল বরদাস্ত করা হবে না। আটককৃত রবিউল, হেলমেটের চালান এবং কাগজবিহীন মোটরসাইকেল রামু থানায় হস্তান্তরের প্রক্রিয়া প্রাথমিকভাবে শুরু হয়েছে বলে জানিয়েছে ১১ বিজিবি কর্তৃপক্ষ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email