বাইশারীতে স’ড়’কে বা’লুর বদলে কা’দামা’টি: ঠি’কাদা’রের বি’রু’দ্ধে অ’নি’য়মের অ’ভিযো’গ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নস্থ ৪ নম্বর ওয়ার্ডের ঘোনারপাড়া এলাকায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন সংস্কার’র (কাবিখা-কাবিটা) আওতায় নির্মাণাধীন একটি সড়ক নিয়ে উঠেছে তীব্র অনিয়মের অভিযোগ। উন্নয়ন নয়, চলছে প্রহসন।

অভিযোগ উঠেছে, সড়কটিতে বালু ও খোয়ার বদলে ব্যবহার করা হচ্ছে পাহাড়ের কাদা-মাটি। সরেজমিনে গিয়ে দেখা গেছে, সড়কের একাংশ কাদামাটিতে ভর্তি, যেখানে ইট বসানো হয়েছে সরাসরি মাটি ও পানির উপর। কাদা জমে থাকায় সড়ক হয়ে পড়েছে জন-দুর্ভোগের কারণ।

স্থানীয়রা অভিযোগ করেন, “এই রাস্তায় চলাফেরা করা দায় হয়ে গেছে। একটু বৃষ্টি হলেই পুরো সড়ক কাদা হয়ে যায়। উন্নয়নের নামে শুধু অর্থ লুট হচ্ছে। কোনো তদারকি নেই।”

এ বিষয়ে বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলম কোম্পানি’র কাছে জানতে চাইলে তিনি বলেন, “এই প্রকল্পটি ইউনিয়ন পরিষদের বরাদ্দ থেকে নয়, এটি (কাবিখা-কাবিটা) আওতাধীন প্রকল্প। কাজ একেবারে খারাপ না, মোটামুটি চলছে। তবে যদি কোথাও অনিয়ম হয়, আমি ঠিকাদারকে জানাবো।”

অন্যদিকে, এলাকাবাসীর অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ৪ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আনোয়ার সাদেক জানান, “আমি এখনো গিয়ে দেখি নাই। কাজের অনিয়মের বিষয়ে কিছু জানি না। তবে আগামীকাল (বুধবার) গিয়ে সরেজমিনে দেখে ব্যবস্থা নেব।”

এদিকে স্থানীয়রা বলছেন, এমন অনিয়ম বন্ধ না হলে সড়কটি কয়েক দিনের মধ্যেই চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত হস্তক্ষেপ ও তদন্তের দাবি জানান।

সড়ক নির্মাণে অনিয়মের কথা স্বীকার করে ঠিকাদার জিয়াবুল হক বলেন, “বাইশারী ইউনিয়নে আমাদের সড়কের কাজ চলমান রয়েছে। তবে ঠিক কোন জায়গায় বর্তমানে কাজ হচ্ছে, সেটা আমার জানা নেই। আমি খোঁজ নিয়ে দেখব এবং সংশ্লিষ্ট শ্রমিকদের ভালোভাবে কাজ করতে বলব। কাজের মান যেন ঠিক থাকে, সে বিষয়ে নজর দেওয়া হবে।”

এদিকে, নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রকৌশলী মো. নজরুল ইসলাম এর সাথে উক্ত বিষয়ের ব্যাপারে একাধিকবার ফোন দেওয়া হলে তার ফোন নাম্বার বন্ধ পাওয়া যায় বিদায় এ বিষয়ে তার কোন বক্তব্য নেয়া যায়নি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email