চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় পানিতে পড়ে ফাহিম নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার ২৪ মে উপজেলার সারিকাইত ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ফাহিমের পিতার নাম রহিম মেস্তরী। তারা হাসেম মাঝির বাড়ির বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে বাড়ির পাশে খেলতে খেলতে ফাহিম একটি পুকুরে পড়ে যায়। আশপাশের লোকজন বিষয়টি বুঝতে পেরে দ্রুত উদ্ধার চেষ্টা চালায়। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ফাহিমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানান, ফাহিম ছিল শান্ত স্বভাবের ও ভদ্র ছেলে। তার অকাল মৃত্যুতে পরিবারটি ভেঙে পড়েছে।
উল্লেখ্য, বর্ষা মৌসুমে সন্দ্বীপে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা ও উন্মুক্ত জলাশয়ের কারণে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটছে। সচেতনতা এবং সতর্কতা বাড়ানোর জন্য স্থানীয় প্রশাসন ও অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সংবাদটির পাঠক সংখ্যা : 71