লংগদুতে অ’জ্ঞা’ন পা’র্টি খ’প্প’রে দুই বৃ’দ্ধে’র অ’র্থ ছি’নতা’ই”

রাঙ্গামাটির দূর্গম লংগদু উপজেলার ঐতিহ্যবাহী মাইনীমুখ বাজারে কোরবানির পশুর হাটে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে দুই ব্যক্তির কাছ থেকে প্রায় এক লাখ নব্বই হাজার টাকার মতো ছিনতাই হয়েছে।

শনিবার (২৪ মে) উপজেলা মাইনীমুখ বাজারে কোরবানির হাটে মোঃ গিয়াস উদ্দিন (৭০) এবং জয়নাল আবেদীন (৬৫) নামের দুই বৃদ্ধের সাথে এমন ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আজ সকালে উপজেলার মাইনী গরু বাজারে গরু কিনতে আসা মোঃ গিয়াস উদ্দিন (৭০) নামের ঐ বৃদ্ধ প্রায় লক্ষাধিক টাকা নিয়ে বাজারে গরু কেনার জন্য আসলে অজ্ঞান পার্টি চক্রটি তার পিছু নেয় এবং কৌশলে তাকে অজ্ঞান করে তার সঙ্গে থাকা সকল টাকা-পয়সা (আনুমানিক ১লাখ টাকা) নিয়ে তার পকেটে একটি কাগজের পুটলি রেখে পালিয়ে যায় চক্রের সদস্যরা। গিয়াস উদ্দিন উপজেলার মাইনীমুখ ইউনিয়নের জারুলবাগান এলাকার বাসিন্দা। পরে উপস্থিত বাজারের লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করেন।

অপরদিকে দুপুরের সময় জয়নাল আবেদীন (৬৫) নামের আরো এক ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে নিকটস্থ ফার্মেসীতে এনে চিকিৎসা দিয়ে সুস্থ করেন। পরে তার কাছেও একটা পুটলি পাওয়া যায়। যার মধ্যে কিছু কাগজ পেছানো ছিল।

জয়নাল আবেদীন জানান, তিনি মাহিল্যা এলাকার বাসিন্দা। তিনি প্রায় নব্বই হাজার টাকা নিয়ে বাজারে আসলে গরু বাজারে কয়েকজন লোক তাকে ঘিরে দাঁড়িয়ে কি যেন একটা নাকের সামনে ধরলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। চক্রটি তাকে অজ্ঞান করে সব ছিনিয়ে নিয়ে গেছে।

স্থানীয় মাইনীমুখ বাজারের ফার্মসীর মালিক মোঃ আশরাফুল বলেন, গরু বাজারের পাশেই আমার ফার্মেসী থাকায় সকালে ও দুপুরের দুইজনকেই অজ্ঞান অবস্থায় আমার কাছে আনা হয়। ঔষধ দিয়ে সুস্থ করি। দুইজনের কাছেই কাপড়ে মুড়ানো পুটলিতে কিছু কাগজ পেছানো ছিল। সম্ভবত কিছু একটা নাকের সামনে ধরে তাদের অজ্ঞান করা হয়েছে।

উল্লেখ্য যে, তিন পার্বত্য জেলার বৃহৎ এই বাজারে এমন ঘটনা ইতিপূর্বে ঘটেনি। হটাৎ করে গরু বাজারে অজ্ঞান পার্টির খপ্পরে আতংকিত স্থানীয়রা।
প্রতারক চক্রটি কোরবানির পশুর হাটে গরু ব্যবসায়ীদের টার্গেট করে। তারা বিভিন্ন কৌশলে গরু ব্যবসায়ীদের অজ্ঞান করে তাদের কাছ থেকে নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যায়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email