বাঘাইছড়ি পৌর বি’এ’নপি’র সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাঁজা’র প’ক্ষ থেকে ত্রা’ণ বিতরণ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৬জন ব্যবসায়ীদের মাঝে বাঘাইছড়ি পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাঁজা’র পক্ষ থেকে ত্রাণ বিতরণ।

শুক্রবার (২৩মে) জুমার নামাজের পর মুসলিম ব্লক বায়তুল আবরার কেন্দ্রীয় জামে মসজিদের অফিসের সামনে এই ত্রাণ বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাঁজা, মুসলিম ব্লক বায়তুল আবরার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মো: ওমর ফারুক মাস্টার ও সাধারণ সম্পাদক মো: জহিরুল ইসলাম সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ত্রাণ বিতরণের সময় বাঘাইছড়ি পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাঁজা বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের দুঃখ আমরা গভীর ভাবে উপলব্ধি করছি। আমার পক্ষ থেকে এই সামান্য কিছু সহায়তা দেওয়া হলো। ভবিষ্যতেও এই ধরনের সহায়তা অব্যাহত থাকবে”।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী গুলো রহমত উল্লাহ খাঁজা’র এই উদ্যোগ’কে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই মানবিক সহায়তা স্থানীয় জনগণের মাঝে স্বস্তি ও আশার আলো ছড়িয়েছে।

পরিশেষে, তিনি সবাই কে ধৈর্য ধারন করতে বলেন। সবাই কে সৎ ভাবে ব্যবসা করার পরামর্শ দেন ও সবার মঙ্গল কামনা করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email