লংগদুতে বৌ’দ্ধবি’হা’র প’রিদ’র্শণে মিনহাজ মুরশিদ “

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশিদ কর্তৃক লংগদু উপজেলাস্থ তিনটিলা বৌদ্ধ বিহার পরিদর্শন করা হয়েছে।

বুধবার (২১ মে) বেলা সাড়ে এগারোটায় উপজেলার তিনটিল বৌদ্ধ বিহারের চারপাশ পর্যবেক্ষণ করেন, এবং বিহারের বিগত দিনে জেলা পরিষদ কর্তৃক উন্নয়ন মূলক কাজ গুলো সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শন কালে বিহার রকি চাকমা বিহারের কিছু কাজ রয়েছে বলে জেলা পরিষদের সদস্যকে অবহিত করেন।

পরিদর্শন শেষে জেলা পরিষদ সদস্য মিনহাজ মুরশিদ বলেন, বিহারের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার ব্যপারে জেলা পরিষদের মাসিক সভায় আলোচনা করা হবে।

তিনি আরোও বলেন, ইতিমধ্যেই জেলা পরিষদ কর্তৃক অনেক গুলি উন্নয়ন মূলক কাজ হাতে নেওয়া হয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য হলো নানিয়ারচর সংযোগ সড়ক নির্মাণ। এটি বাস্তবায়ন হলে লংগদু সাথে রাঙ্গামাটি জেলা শহরের যাতায়াত সুবিধা সহজ হবে।পাশাপাশি উপজেলার পাহাড়ি-বাঙ্গালী উভয়ের কর্মসংস্থান সৃষ্টি হবে। লংগদু উপজেলার উন্নয়ন ও শান্তি-সম্প্রীতি বজায় রাখতে সহযোগিতা কামনা করেন।

উক্ত পরিদর্শনকাল আরও উপস্থিত ছিলেন লংগদু উপজেলা প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) সাংবাদিক ও সমাজকর্মী এবিএস মামুন, তিনটিলা বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির রকি চাকমা, অলঙগ চাকমা সহ তিনটিলা বৌদ্ধ বিহারের অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email