রাঙ্গামাটির দূর্গম লংগদু উপজেলার সামপ্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসন কল্পে ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট সদস্যদের নিয়ে দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ মে) উপজেলার বাইট্টাপাড়া ইফার মডেল রিসোর্স সেন্টারে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে উক্ত আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
ইফার লংগদু উপজেলা ফিল্ড সুপারভাইজার মোঃ মুজাম্মেল হক এর সভাপতিত্বে এবং সাধারণ কেয়ারটেকার মাওলানা জোবায়দুল হাসানের সঞ্চালনায় দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলার উপ-পরিচালক মোঃ ইকবাল বাহার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লংগদু থানার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদ।
এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা ফিল্ড সুপারভাইজার পেয়ার আহমদ, লংগদু মডেল কেয়ারটেকার মাওলানা খায়রুল ইসলাম, মাইনী ইউনিয়নের সাধারণ কেয়ারটেকার নাছির উদ্দীন, গুলশাখালী ইউনিয়নের সাধারণ কেয়ারটেকার কামরুল ইসলাম সহ ইফার লংগদু উপজেলার প্রাক-প্রাথমিক, বয়স্ক শিক্ষা ও সহজ কুরআন শিক্ষা কার্যক্রমে শিক্ষক শিক্ষিকাগণ।
এসময় বক্তারা বলেন, ইমাম সাহেগণ সমাজের নেতা ও সম্মানিত ব্যক্তি। জুমার খুতবায় তাদের বয়ান ও সচেতনতায় সমাজ পরিবর্তন হবে। আর সমাজের সাধারণ মানুষের উচিত প্রতিটি মসজিদের ইমাম সাহেবেদের সমাজ ও রাষ্ট্র পরিবর্তনে সহযোগীতা করা।
বক্তব্যে তারা আরও বলেন, অন্যায় অনিয়ম দেখলে যেন সকলে স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবগত করেন এবং সমসাময়িক বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে সামাজিক সচেতনতা গড়ে তুলতে ইমাম মুয়াজ্জিনদের আহবান জানান ।