আ’বে’গাপ্লু’ত হয়ে অ’শ্রু’সি’ক্ত নয়নে নানুপুর আবু সোবহান উচ্চ বিদ্যালয়ের ৪ শি’ক্ষকের বি’দা’য়

যেতে নাহি দিব! হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়।’ বিদায় বড় কষ্টের!? প্রিয় স্যারের বিদায়ে শিক্ষার্থীরা যেতে দিতে চাই না, তবুও বিদায় বলে দিতে হয়। আপনার পদচারণা আমাদের ক্যাম্পাসে দেখা যাবে না। আপনি চলে গেলেন অবসরে।

ছবি ফুল ফল বর্ণমালা সব মিলে যেন এক শিক্ষার বাগান ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নানুপুর আবু সোবহান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অসীম কুমার বড়ুয়া, শিক্ষক এয়াকুব মিয়া, শিক্ষক আবদুর রহীম চৌধুরী ও শিক্ষক শান্তি কুমার বড়ুয়া’র অবসর গ্রহন উপক্ষে ব্যাচ ৭৭ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যাগে বিদায়ী অনুষ্ঠান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে ৭৭ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো রবিউল হুসাইন তারেক সঞ্চালনায় ২০ মে মঙ্গলবার সকালে স্কুল মিলন আয়তনে উক্ত মহতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ৭৭ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি মো রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মোঃ শাহজাহান উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক মন্ডলি, বিদ্যালয়ের সাবেক কৃতি শিক্ষার্থীবৃন্দ বর্তমান শিক্ষার্থীবৃন্দ ৭৭ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিতের মাধ্যমে প্রিয় শিক্ষকদের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন হয়।

প্রাক্তন ব্যাচ শিক্ষার্থীদের অশ্রু সিক্ত নয়নে কাপা কাপা বারি কন্ঠে প্রিয় শিক্ষকদের বিদায় ছাত্র জীবনের স্মৃতিচারণ করে বলেন শিক্ষক নয় যেন এক বট বৃক্ষ অভিভাবকের ছায়া, এ বিদায় চির বিদায় নয় আনুষ্ঠানিকতা মাত্র। ছাত্রদের হরেক রকমের ফুলের তোড়া রঙ্গিন কাগজে মোড়ানো গিফ সামনে তোরে তোরে সাজানো সম্মাননা ক্রাইস, হরেক রকম ফুল ছিটিয়ে শিক্ষকদের বরণ সব মিলিয়ে যেন মহতি এক মুহূর্ত এক বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ত হলেন শিক্ষাগুরা। যেন এই প্রতিটা করতালি শিক্ষকদের বলে উঠলো রিক্ত আমি সিক্ত আমি দেওয়ার কিছু নাই আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email