শঙ্খ নদীতে গো’সল করতে নেমে নি’খোঁ’জ যু’ব’কের লা”শ উ’দ্ধা’র

চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এলাকায় শঙ্খ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ মোঃ করিমের (২১) লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ২৩ ঘণ্টা পর মঙ্গলবার (২০ মে) দুপুর একটাই কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাটগড় অংশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মোহাম্মদ করিম কক্সবাজার জেলার উখিয়া ট্যাংখালি ক্যাম্পের মোহাম্মদ হোসেনের ছেলে রোহিঙ্গা বলে জানাজায়।

স্থানীয় আবুল হোসেন ড্রাইভার জানান, মোহাম্মদ করিম দেড় মাস আগে সাতকানিয়ার পূর্ব কাটগড় গ্রামে শাহেদের মুরগির খামারে চাকরি নেন। গতকাল সোমবার দুপুরে স্থানীয় কয়েকজন মিলে শঙ্খ নদীতে গোসল করতে নামে। বেশ কিছুক্ষণ সাঁতার কাটার পর বাকিরা কূলে উঠে আসলেও নদীতে তলিয়ে যায় করিম। খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা হাতা জাল নিয়ে নদীতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। পরবর্তীতে সাতকানিয়া ফায়ার সার্ভিস ও চট্টগ্রাম নগরী থেকে আসা একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযানে নেমে ২৩ ঘণ্টা পর তার লাশ উদ্ধার করে।

সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা সিরাজ কুতুবি বলেন, শঙ্খ নদীতে যুবক নিখোঁজের খবর পেয়ে ফায়ারসার্ভিস ও ডুবুরি একটি দল (১৯ মে) থেকে উদ্ধার অভিযান পরিচালনা করে।(২০ মে) দুপুর একটাই লাশ বেশে ওঠার সাথে কয়েক জন যুবক নদীতে নেমে লাশ কূলে নিয়ে আসে, অভিযানের ২৩ ঘণ্টা পর তার লাশ উদ্ধার করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email