চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ধর্ষণ মামলার পলাতক আসামী আবিদ হাসান রকিকে সেনাবাহিনীর সহযোগিতায় গ্রেফতার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ।
রোববার (১৮ মে) রাত ১০টায় দিকে রাঙ্গুনিয়া উপজেলার মরিয়ম নগর এলাকা থেকে তাকে আটক করা হয়। মোঃ আবিদ হাসান রকি মধ্যম সরফভাটা, কোরবান আলী সওদাগরের বাড়ির নিজাম উদ্দিনের ছেলে।
জানা যায়, গত ১৩ নভেম্বর সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে দুপুরে স্কুলের মধ্যাহ্ন বিরতিতে বাড়ী থেকে স্কুলে আসার পথে আসার পথে রকি’সহ কয়েকজন বখাটে প্রকাশ্যে ওই ছাত্রীকে সিএনজি অটোরিকশায় উঠিয়ে অপহরণ করে নিয়ে যায়। এ সময় স্কুলের শিক্ষার্থী ও স্থানীয় লোকজন এগিয়ে এলেও তাকে উদ্ধার করতে পারেননি।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আবিদ হাসান রকি দীর্ঘদিন ধরেই অপহরণ ও ধর্ষণ মামলায় গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন। সম্প্রতি সেনাবাহিনীর টাস্ক ফোর্স-৪, রাঙ্গুনিয়া আর্মি ক্যাম্প এর নজরদারির মাধ্যমে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর তথ্য যাচাই-বাছাই শেষে রাঙ্গুনিয়া সেনা ক্যাম্প থেকে সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করে এবং পুলিশ গ্রেফতার করে। আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।