সংযুক্ত আরব আমিরাতের আজমানে ঘুমের মধ্যে স্ট্রোক করে মুহাম্মদ আরিফ উল্লাহ খান নামে হাটহাজারী প্রবাসী মৃত্যু হয়েছে।
বুধবার ভোররাতে ঘুমের মধ্যে তার মৃত্যু হয় বলে জানা যায়, তিনি আজমান শহরের সালাম শপিং সেন্টারের একজন ব্যবসায়ী। আরিফ হাটহাজারী কাচারি সড়ক ব্যবসায়ী মরহুম আজম উল্লাহ খানের বড় ছেলে।
মৃত্যুকালে স্ত্রী ,দুই মেয়ে, মা, দুই ভাই ,দুই বোন, রেখে গেছেন। নিহত প্রবাসী আরিফের মৃত্যুতে হাটহাজারী পৌরসভা কামাল পাড়া ও উপজেলার মেখল ইউনিয়নের মুজাফফরপুর তার নিজ গ্রামে সুখে ছায়া নেমে এসেছে।
সংবাদটির পাঠক সংখ্যা : 76