মু’সলিম ব্ল’ক সরকারি প্রাঃ বিদ্যালয়ের ম্যানেজিং ক’মিটির নি’র্বাচন সম্পন্ন

রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলা’র মুসলিম ব্লক সরকারি প্রাঃ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৫ই মে) সকাল সাড়ে ১১ঘটিকা হতে বিধি মোতাবেক বিভিন্ন ক্যাটাগরি সদস্যদের নিয়ে স্বতঃস্ফূর্ত ভোটদানের মধ্য দিয়ে বেলা ১ঘটিকা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ।

বিদ্যালয় সূত্রে জানা যায়, অভিভাবকদের সরাসরি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই ম্যানেজিং কমিটির নির্বাচনটি সম্পন্ন হয়।

উক্ত নির্বাচনে সভাপতি পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, মো: শাহ জালাল (ফুটবল মার্কা) ও নূর মোহাম্মদ (মাছ মার্কা) নির্বাচনে অংশ নেয়। ও সহ-সভাপতি পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, মোঃ সাইজ উদ্দিন সাজু ( আম মার্কা) ও মোহাম্মদ আলী তারা (বই মার্কায়) নির্বাচন করেন।

এদের মধ্যে সভাপতি পদে মোঃ শাহ জালাল ফুটবল মার্কায় (০৬) পেয়ে নির্বাচিত হন৷ ও সহ-সভাপতি পদে মোহাম্মদ আলী তারা বই মার্কায় (০৬) ভোট পেয়ে নির্বাচিত হন।

উল্লেখ্য, মুসলিম ব্লক সরকারি প্রাঃ বিদ্যালয়ের বিভিন্ন ক্যাটাগরি সদস্যদের ভোটার সংখ্যা মোট ১১ জন। ভোট গণনা শেষ হয় বেলা ২ঘটিকায়। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি নানতা তালুকদার। সার্বিক সহযোগীতায় বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কিতাব আলী।

এসময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহমত উল্লাহ দেওয়ান সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email