লংগদুতে ট্রলি থেকে পড়ে যু’ব’কের মৃ-ত্যু

রাঙ্গামাটির লংগদু উপজেলার আটারকছড়া এলাকায় ছয় চাকা হতে পড়ে গিয়ে সজল (৩৫) নাম এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ মে) বিকাল তিনটায় উপজেলার আটারকছড়ায় সজল (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়। নিহত সজল ঐ ইউনিয়নের করল্যাছড়ি পূর্ব আদর্শ পাড়া এলাকার বাসিন্দা ও মোঃ সাইদুল ইসলাম মেম্বার এর ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সজল আগে থেকে মৃগী রোগী ছিল। ছয়চাকা ট্রলিতে কাজ করতো। দুপুরে করল্যাছড়ি বাজার সংলগ্ন আনসার পোস্টের সামনে চলন্ত ট্রলিগাড়িতে থাকা অবস্থায় মৃগী রোগে আক্রান্ত হয়ে গাড়ি থেকে পড়ে যায়। তাৎক্ষণিক ভাবে তাকে মোটরসাইকেলে করে হাসপাতালে নিয়ে আসার পথেই মৃত্যু হয়।

লংগদু থানার ওসি (তদন্ত) জানান, করল্যাছড়িতে এক যুবকের মৃত্যু হয়েছে।

খবর পেয়ে ছুটে যাই, প্রাথমিক তদন্তে নিহত সজল মৃগী রোগী ছিল বলে জানা যায়। এব্যাপারে লংগদু থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email