নাইক্ষ্যংছড়িতে বিজিবির অ’ভি’যান;বিপুল পরিমাণ ই”য়া’বাসহ আ’ট’ক-১

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৯ হাজার ৪৯০ পিস বার্মিজ ইয়াবা, একটি সিএনজি, নগদ টাকা ও মোবাইল ফোনসহ একজন মাদক চোরাকারবারীকে আটক করেছে।

বুধবার (১৪ মে) সকালে উপজেলার আদর্শগ্রাম চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাকে আটক করে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) সদস্যরা।
আটককৃত ব্যক্তির নাম মো. হেলাল (১৯)। তিনি নাইক্ষ্যংছড়ির আশারতলী এলাকার বাসিন্দা। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে—৯,৪৯০ পিস ইয়াবা, একটি সিএনজি, নগদ ১,৬৫০ টাকা এবং একটি মোবাইল ফোন। উদ্ধারকৃত মালামালের বাজারমূল্য আনুমানিক ৩২ লাখ ৪৯ হাজার ৬৫০ টাকা বলে বিজিবি জানিয়েছে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিব) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কফিল উদ্দিন কায়েস বলেন,“চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবি সবসময় তৎপর। সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিতে আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।”

তিনি আরও বলেন, “আটককৃত ব্যক্তি ও জব্দকৃত মালামাল আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।”

এদিকে সীমান্ত এলাকায় বিজিবির এমন তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা। তারা মনে করছেন, এ ধরনের নিয়মিত অভিযান সীমান্তে মাদক চোরাচালান কমাতে কার্যকর ভূমিকা রাখবে।

উল্লেখ্য, সীমান্তের দুর্গম পাহাড়ি অঞ্চলে নিয়োজিত ১১ বিজিবি ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনসহ বিভিন্ন আন্তঃরাষ্ট্রীয় অপরাধ রোধে নিয়মিতভাবে সফল অভিযান পরিচালনা করে আসছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email