বাউফলে তালগাছ থেকে প’ড়ে এক যু’ব’কের মৃ’ত্যু

পটুয়াখালীর বাউফল উপজেলায় তাল গাছ থেকে পড়ে মো. সোহান (৩৮) নামের এক যুবক নিহতের খবর পাওয়া গেছে।

সোমবার (১২ মে) সকাল সাড়ে ১১টায় বাউফল পৌর শহরের আশরাফ মাওলানা মাদরাসা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে।

জানা গেছে, নিহত সোহান ৪০০ টাকার চুক্তিতে মানুষের গাছের পানিতাল সংগ্রহের কাজ করতেন। আজ সোমবার আশরাফ মাওলানা মাদ্রাসাসংলগ্ন তালগাছের পানিতাল সংগ্রহ করার সময় গাছ থেকে পড়ে যান তিনি। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. নুরজাহান বলেন, ‘নিহতের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল। মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তার মৃত্যু হয়েছে।

বাউফল থানার (ওসি) মোঃ আখতারুজ্জামান সরকার জানান, খোঁজখবর নিয়ে এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email