বাঁশখালীতে ব’জ্রপা’তে এক কৃ’ষ’কের মৃ’ত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে কাঁকরোল ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে মোহাম্মদ ফিরোজ আহমদ (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (১২ মে) সকাল ৯টার দিকে উপজেলার শীলকূপ ইউনিয়নের পূর্ব শীলকূপ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. ফিরোজ উপজেলার শীলকূপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব শীলকূপ ইসমাইল সিকদার পাড়া বকসু বাপের বাড়ির মৃত মোহাম্মদ এয়াকুবের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার সকাল ৯ টার দিকে পূর্ব শীলকূপ সবজি ক্ষেতে কাঁকরোলের গাছে ফুল লাগাতে যায়। এসময় মো. ফিরোজ কাঁকরোল ক্ষেতে এক গাছ থেকে ফুল সংগ্রহ করে অপর গাছে ফুল লাগানোর কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত শুরু হলে কৃষক মো. ফিরোজ আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে মারা যায়। পাশে থাকা কৃষক তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। শীলকূপ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নুরী বলেন, বজ্রপাতে মৃত কৃষকের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ধারণা করা হচ্ছে বজ্রপাত দেখে ভয়ে মারা যান তিনি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email