“মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটি বাঘাইছড়িতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ই মে) সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তন হল রুমে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত হয় এই জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী।
উক্ত অনুষ্ঠানে বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ কিতাব আলী এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: শাহিন আল মামুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মেহেদী হাসান।
এতে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কাচালং সরকারি ডিগ্রি কলেজের বাংলা প্রধান ও বিভাগীয় মীর কামাল হোসেন, উপজেলা রিসার্স সেন্টারের পরিচালক আব্দুল হালিম, মাহিল্যা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে অংশগ্রহণকারী বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে হাতের সুন্দর লেখা ও চিত্রাঙ্কণ সহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়
উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। একটি জাতির উন্নয়ন নির্ভর করে তার শিক্ষাব্যবস্থার উপর। তাই সময়োপযোগী ও বাস্তবভিত্তিক পরিকল্পনার মাধ্যমে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে হবে। শিক্ষার মূল উদ্দেশ্য শুধুমাত্র পরীক্ষায় ভালো ফল অর্জন নয়, বরং সত্যিকারের জ্ঞান অর্জন ও নৈতিকতা বিকাশের মাধ্যমে একজন সুসন্তান, সুনাগরিক এবং দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে ওঠা।
বক্তারা আরও বলেন, মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে তিনটি প্রধান উপাদান অপরিহার্য—শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক। এই তিন পক্ষের পারস্পরিক সহযোগিতা, বোঝাপড়া ও দায়িত্ববোধ থাকলে একটি কার্যকর ও সমতাভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলা সম্ভব। পাশাপাশি সরকারের সক্রিয় ভূমিকা এবং শিক্ষানীতির যথাযথ বাস্তবায়নও জরুরি।
আলোচনা সভা শেষে স্কুল ভিত্তিক অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন কারীদের মাঝে পুরুষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।