চট্টগ্রামে বি’এনপির সমা’বেশে তামিম ইকবাল

চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির আয়োজিত ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মহাসমাবেশে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান।

আজ শনিবার (১০ মে) বিকেলে এই মহাসমাবেশে অংশ নিয়ে চট্টগ্রামের ছেলে তামিম ইকবাল তরুণদের পাশে থাকার বার্তা দেন।

সমাবেশ মঞ্চে উঠে এভাবেই উপস্থিত জনতার উদ্দেশ্যে হাত নাড়ান তামিম ইকবাল

বিএনপির তিন অঙ্গসংগঠন- যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন অঞ্চল, বিশেষ করে চট্টগ্রাম বিভাগ ও মহানগরের ৯৯টি উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে অংশ নেন।

পুরো এলাকা মিছিল, স্লোগান আর ব্যানারে মুখর হয়ে ওঠে। তরুণদের প্রাণবন্ত উপস্থিতিতে সমাবেশে এক উদ্দীপনাময় পরিবেশ সৃষ্টি হয়।সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।এছাড়াও লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সমাবেশে বক্তারা তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা ও দেশের ভবিষ্যৎ গঠনে তাদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email