বাঘাইছড়িতে আ’ওয়া’মী লী’গ নে’তা আ’ট’ক

রাঙ্গামাটি বাঘাইছড়িতে পুলিশের বিশেষ অভিযানে খেদারমারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি “মদন মল্লিক” (৪৭) কে গ্রেফতার হয়েছেন বাঘাইছড়ি থানা পুলিশ।

শুক্রবার (৯ই মে) সকালে বাঘাইছড়ি উপজেলার দুরছড়ি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, ২০২২ সালে ২৬শে আগষ্ট  স্বেচ্ছাসেবক দলের একটি সমাবেশে হামলার ঘটনার সাথে জড়িত ছিলো। আওয়ামী লীগ সরকারের পতনের পর, চলতি বছরের ৯ই মার্চ বাঘাইছড়ি থানায় ওই ঘটনার প্রেক্ষিতে একটি মামলা দায়ের করা হয়।

মামলাটি দায়ের করে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: হাবিব আল হাছান। মামলায় মদন মল্লিককে অজ্ঞাতনামা আসামি হিসেবে চিহ্নিত করে গ্রেফতার করা হয়।

বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মো: হুমায়ুন কবির জানান,”মদন মল্লিক” বাঘাইছড়ি থানা’র ৩১নং খেদারমারা ইউনিয়নের “র্নিমল মল্লিকের” ছেলে। তিনি একজন রাজনৈতিক নেতা হলেও তার বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। বিগত সরকারের আমলে তিনি ক্ষমতার অপব্যবহার করে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছিলেন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে হয়রানির ঘটনাও তার বিরুদ্ধে রয়েছে।

তিনি আরও বলেন, “গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তদন্তে আরও ব্যক্তির সম্পৃক্ততার সম্ভাবনা রয়েছে।”গ্রেফতারের পর মদন মল্লিককে আজ (৯ই মে) সকালে রাঙ্গামাটি জেলা আদালতে পাঠানো হয়েছে।

ওসি জানান, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং প্রয়োজনে আরও অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email