রাঙ্গামাটির লংগদুতে ট্র’লি উ’ল্টে একজনের মৃ’ত্যু “

রাঙ্গামাটির লংগদুতে বগাচতর ইউনিয়নের কাঠালতলী-হেলিপেট নামক এলাকায় ট্রলি উল্টে বিজয় চাকমা (২১)নামে হেলপারের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় ড্রাইভার হাসপাতালে।

বুধবার (৭ মে) রাতে উপজেলার ৪নং বগাচতর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কাঁঠালতলী- হেলিপেট এলাকায় মালামাল নিয়ে আসার পথে ট্রলিগাড়ি (ছয় চাকা) উল্টে ঘটনাস্থলেই হেলপার বিজয় চাকমা (২১) এর মৃত্যু এবং ড্রাইভার মোঃ সাগর (২৮) গুরুতর আহত হয়।

স্থানীয়দের মতে, রাত আনুমানিক নয়টার দিকে জীবিকার তাগিদে ছয় চাকায় মালামাল বোঝাই করে নিয়ে আসার সময় দূর্ঘটনার স্বীকার হন বিজয় চাকমা ও সাগর। এতে ট্রলি উল্টে ঘটনাস্থলেই নিহত হন বিজয় চাকমা। বিজয় চাকমা উপজেলার মাহিল্যা এলাকার গৌরাঙ্গ চাকমার ছেলে। অপরদিকে উক্ত দূর্ঘটনায় ড্রাইভার মোঃ সাগর গুরুতর আহত হলে আশংকা জনক অবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মোঃ সাগর বগাচতর ইউনিয়নের ঠেকাপাড়া এলাকার সেকান্দর আলীর পুত্র।

লংগদু থানার অফিসার ইনচার্জ ( তদন্ত ওসি ) স্বরজিৎ দেবনাথ জানান, ট্রলি দূর্ঘটনায় বিজয় চাকমা নামে একজনের মৃত্যু হলে তার পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তের জন্য আবেদন করা হয়েছে। তাই অপমৃত্যুর কারণে পরিবারের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email