শন্তি সম্প্রীতি ও উন্নয়নে প্রকল্পের আওতায় পাহাড়ে বসবাসরত প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইন, বিনামূল্যে ঔষুধ বিতরণ ও অসহায়দের নগদ অর্থ প্রদান করেছে লংগদু জোন।
মঙ্গলবার (৬ মে) সকাল ৯টায় লংগদু জোনে উদ্যোগে উপজেলার কাট্রলী উচ্চ বিদ্যালয়ে মাঠে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় লংগদু জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মীর মোর্শেদ এসপিপি পিএসসি পাহাড়ের বুকে বসবাসরত হতদরিদ্র, অসুস্থ ও চিকিৎসা বঞ্চিত দেড় শতাধিক নারী ও পুরুষদের মাঝে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইন ও ওষুধ বিতরণ এর সুব্যবস্থা করেন এবং গুরুতর অসুস্থদের আর্থিক সহায়তা প্রদান করেন।
উক্ত মেডিক্যাল ক্যাম্পেইন ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র জোনের ক্যাপ্টেন মোঃ জাকারিয়া জন, ক্যাপ্টেন অনির্বাণ আহমেদ প্রত্যয় এবং মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন নাভিদ নেওয়াজ।
শুকনো মৌসুমে কাপ্তাই হ্রদের পানি শূন্যতায় লেকের জল আর পাহাড়ের উঁচু নীচু আঁকাবাঁকা পথ অতিক্রম করে, প্রান্তিক অসহায় দরিদ্র মানুষের খুঁজে বিনামূল্যে মানবিকতার হাত বাড়িয়েছেন জোন অধিনায়ক মীর মোর্শেদ এসপিপি পিএসসি। বাংলাদেশ সেনাবাহিনীর তথা লংগদু জোনের এমন প্রদক্ষেপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পাহাড়ের বুকে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাধারণ খেটে খাওয়া মানুষ।