জাতীয় গ্র’ন্থকে’ন্দ্রে শুরু হলো চারদিন ব্যাপী প্র’শিক্ষ’ণ ক’র্মসূ’চি

বেসরকারি গ্রন্থাগারিকদের জ্ঞান ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে জাতীয় গ্রন্থকেন্দ্র।

সোমবার (৫ মে) জাতীয় গ্রন্থকেন্দ্রর মিলনায়তনে আরম্ভ হলো বেসরকারি গ্রন্থাগারিকদের জ্ঞান ও দক্ষতা উন্নয়ন বিষয়ক বিষয়ক চারদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।

আজ(৫ মে) থেকে শুরু হওয়া প্রশিক্ষণটি চলবে আগামী ৮ মে ২০২৫ পর্যন্ত।

এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মোঃ ফরহাদ সিদ্দিক।

জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক জনাব আফসানা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার গ্রন্থাগারিক ও উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) জনাব মো. ফরিদ উদ্দিন সরকার। সঞ্চালনা করেন সংস্থার সহকারী পরিচালক জনাব মোহাম্মদ ইনামুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বেসরকারি গ্রন্থাগারসমূহ প্রান্তিক পর্যায়ে জনসাধারণকে পাঠকসেবা প্রদানে নিজ উদ্যোগে কাজ করে যাচ্ছে যা প্রশংসার দাবী রাখে। তিনি বলেন, হতাশ হওয়া চলবে না, কাজ করে যেতে হবে। জাতীয় গ্রন্থকেন্দ্র অনলাইনেও বেসরকারি গ্রন্থাগার নির্দেশিকা সফটওয়্যার তৈরি করেছে, এর মাধ্যমে বেসরকারি গ্রন্থাগারসমূহ আরো বেশি পরষ্পরের সাথে সংযুক্ত থাকতে পারবে।

অনুষ্ঠানের সভাপতি জনাব আফসানা বেগম বলেন, জাতীয় গ্রন্থকেন্দ্রের চলমান বেসরকারি গ্রন্থাগারসমূহের পরিদর্শনের মাধ্যমে প্রাপ্ত সক্রিয় ও কার্যকর গ্রন্থাগারসমূহ নিয়ে এবার প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে। এক্ষেত্রে এই প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে গ্রন্থাগারসমূহ আরো বেশি পাঠক সেবা প্রদানে দক্ষ ও কার্যকর ভূমিকা রাখবে এটিই আমাদের লক্ষ্য।

প্রশিক্ষণ কর্মশালার প্রথমদিনে সেশন পরিচালনা করেন, ড. মুহাম্মদ মেজবাহ্-উল-ইসলাম, অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়,, মোঃ জামাল উদ্দিন, উপপরিচালক, আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর, জনাব সাজ্জাদ আরেফীন, লেখক ও সম্পাদক, জনাব মোঃ রাসেল রানা, উপগ্রন্থাগারিক, জাতীয় গ্রন্থকেন্দ্র এবং, জনাব মো: মনিরুজ্জামান ফকির, সহকারী পরিচালক জাতীয় গ্রন্থকেন্দ্র।

সারাদেশ থেকে আগত ৬৯টি বেসরকারি গ্রন্থাগারের গ্রন্থাগারিক/গ্রন্থাগার প্রতিনিধি এই প্রশিক্ষণে অংশ নিচ্ছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email