মু’সলিম ব্ল’ক মস’জি’দ ক’মি’টির সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক জহির নির্বাচিত

২ বছর পর মুসলিম ব্লক বায়তুল আবরার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আগামী ২ বছরের জন্য সভাপতির দায়িত্ব পেয়েছেন মো: ওমর ফারুক মাস্টার ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো: জহিরুল ইসলাম।

শুক্রবার (০২রা মে) রাত সাড়ে ৮ ঘটিকায় মুসলিম ব্লক মসজিদ পরিচালনা কমিটি’র অফিস কক্ষে এই ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

মো: আবু কাশেম ডাক্তার নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব পালন করেন। নির্বাচন পরিচালনা কমিটির দুই সদস্য মো: হযরত আলী মাতাব্বর ও মো: শওকত হোসেন তাকে সহযোগীতা ও নির্বাচন পরিচালনায় বাঘাইছড়ি প্রেস ক্লাবের সদস্য মো: আনোয়ার হোসেন ও মোঃ মাহমুদুল হাসান সোহাগ সহযোগিতা করেন।

উক্ত নির্বাচনে উপস্থিত ছিলেন ৩৩নং মারিশ্যা ইউনিয়নের মেম্বার মোঃ মোফাজ্জল হোসেন ও মোঃ মজিবুর রহমান সহ বৃহত্তর মুসলিম ব্লক এলাকার বিভিন্ন সমাজ লিডার ও সাংবাদিকবৃন্দ।

মুসলিম ব্লক এলাকার ১২টি সমাজের ১৮ জন লিডার সদস্য সভাপতি ও সাধারণ সম্পাদক কে ১টি করে ভোট দিয়ে নির্বাচিত করেন।

সভাপতি পদে মো: ওমর ফারুক মাস্টার ১০ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো: শাহ জালাল ০৮ ভোট পান।
সাধারণ সম্পাদক পদে মো: জহিরুল ইসলাম জহির ১৩ ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বিরা মো: কাজি নেয়ামত ০১ ও মো: মোতালেব সওদাগর ০৪ ভোট পেয়েছেন।

নির্বাচনের ফলাফল ঘোষণা করার পর মোঃ আবু কাশেম ডাক্তার বলেন, পূর্ণাঙ্গ নতুন কমিটি গঠন করতে সফল হয়েছি তার জন্য আল্লাহর কাছে লাখে শুকরিয়া। আশা রাখি আগামী ২ বছর আমাদের নতুন কমিটি ধর্ম প্রতিষ্ঠান সুন্দর ভাবে পরিচালনা করবেন। তিনি আরো বলেন প্রতিটি সমাজ লিডার সুশৃঙ্খলভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোটদান করেছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email