সারাদেশে কামিল স্না’তকো’ত্তর পরী’ক্ষা শুরু

ইসলা’মি আ’রবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সারাদেশের কামিল মাদ্রাসাগুলোতে দুই বছর মেয়াদি কামিল স্নাতকোত্তর পরীক্ষা-২০২৩ শুরু হয়েছে। শনিবার (৩ মে) সকাল ১০টায় এ পরীক্ষা শুরু হয়।

এদিন টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদরাসা কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শামছুল আলম। তার সঙ্গে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী। অন্যদিকে, প্রো-ভিসি প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম এবং প্রো-ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান দেশের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষার পরিবেশ পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে ভাইস চ্যান্সেলর জানান, উপযুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে, কোনো ধরনের অনিয়ম রোধে সার্বক্ষণিক নজরদারি চলছে। কেউ অসদুপায় অবলম্বন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, “যেকোনো মূল্যে শিক্ষার মান উন্নয়ন ও সেশনজট মুক্ত করে মাদ্রাসা শিক্ষাকে এগিয়ে নিতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় বদ্ধপরিকর।” তিনি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে আহ্বান জানান।

এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী বলেন, “নকলমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা গ্রহণে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।”

চলমান এই পরীক্ষায় সারাদেশে ১৪৯টি কেন্দ্রে অংশ নিচ্ছেন প্রায় ৪৩ হাজার পরীক্ষার্থী। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রতিদিন পরীক্ষা অনুষ্ঠিত হবে। কামিল হাদিস, কামিল তাফসির, কামিল ফিকাহ ও কামিল আদব বিষয়ে এ পরীক্ষা আগামী ২৪ মে পর্যন্ত চলবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email