নওগাঁয় বি’এ’নপি’র রা’ষ্ট্র কা’ঠা’মো মে’রাম’তের ৩১ দ’ফা বা’স্তবা’য়নে মতবি’নি’ময় স’ভা অনুষ্ঠিত।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং “ঐক্যবদ্ধ মানবিক বাংলাদেশ” গঠনের লক্ষ্যে নওগাঁয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় সদর উপজেলার দূর্গাপুর মাদ্রাসা সংলগ্ন মাঠে এ সভার আয়োজন করে নওগাঁ পশ্চিমাঞ্চল এলাকাবাসী। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হাসান তুহিন।

সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি নমিনুল হক ছানা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস. কে. এম. ইকবাল, সরকার সাইফুল ইসলাম সাজু এবং জেলা প্রেস ক্লাবের সভাপতি রায়হান আলম প্রমুখ।

বক্তারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার অত্যন্ত জরুরি। বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই একটি মানবিক ও কল্যাণকামী রাষ্ট্র গঠন সম্ভব।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email