‘শ্রমিক-মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে বালিয়াডাঙ্গীতে নানা আয়োজনে মে দিবস পালিত হয়েছে। দিবসের আয়োজনের মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) সকাল ৯ টায় উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বালিয়াডাঙ্গী পাইলট উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়। এর আগে বিভিন্ন শ্রমিক ইউনিয়ন খণ্ড খণ্ড মিছিল নিয়ে বালিয়াডাঙ্গী উপজেলা চত্বরে হাজির হন শ্রমিকরা।
র্যালি শেষে বাংলাদেশের জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি দবিরুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ । প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট সৈয়দ আলোম ভারপ্রাপ্ত সভাপতি বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডঃ টি এম মাহবুবুর রহমান সাধারণ সম্পাদক বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ এডভোকেট ইউসুফ আলী ও সাবেক সাধারণ সম্পাদক বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি ও সহ-সভাপতি, জনাব আবু হায়াত নুরনবী সাবেক সাধারণ সম্পাদক বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি ও সাংগঠনিক সম্পাদক ঠাকুরগাঁও জেলা বিএনপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জেড মুর্তজা চৌধুরী তুলা সাবেক সংসদ সদস্য ঠাকুরগাঁও ২ , আইয়ুব আলী খান সহ-সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বালিয়াডাঙ্গী উপজেলা ১ নং পাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট জিল্লুর রহমান, ১ নং পাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার,
সভায় বক্তার বলেন, মালিক-শ্রমিকের মধ্যে সৌহার্দ্য ও সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে নিরাপদ কর্মপরিবেশ, সামাজিক নিরাপত্তা ও শ্রমিক কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশ শ্রম আইন যুগোপযোগী ও আধুনিকায়ন করে বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন-২০১৮ প্রণয়ন করেছে সরকার। দেশের বিভিন্ন খাতে কর্মরত শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠন করা হয়েছে। সরকারের ওই সকল আইন ও নিয়ম মেনে শ্রমিকদের কর্ম সময় ও মজুরি নির্ধারণের আহ্বান জানানো হয়।