পটিয়া পৌরসভার সাবেক মেয়র আইয়ুব বাবুল গ্রে.ফ.তার 

চট্টগ্রামের পটিয়া পৌরসভার সাবেক মেয়র মোঃ আইয়ুব বাবুল চট্টগ্রাম আদালত থেকে জামিন নিতে গিয়ে গ্রেফতার হয়েছেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে জামিন চাইতে গেলে তার জামিন নামঞ্জুর করে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

জানা যায়, গত ৪ আগস্ট পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিছিলে হামলা ও গুলিবর্ষণসহ তার বিরুদ্ধে পটিয়া থানায় ৪টি মামলা রয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলায় পটিয়া পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ আইয়ুব বাবুল হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের আগাম জামিন নিয়ে নিন্ম আদালতে জামিন নিতে গেলে তাকে জামিন নামন্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

আইয়ুব বাবুল পটিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি পদে দায়িত্বে ছিলেন।

চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ নুরুল ইসলাম মা‌নিকের আদালতে এই আদেশ দেয়া হয়। বিয়ষ‌টি নি‌শ্চিত ক‌রে জেলা পি‌পি এড. রাজ্জাক ব‌লেন, তিন‌টি মামলায় তার জা‌মিন আ‌বেদন নামঞ্জুর ক‌রে আদালত। তিন‌টি মামলায় এজহার নামীয় আসামি ছি‌লেন তি‌নি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email