মা’দ্রা’সা শি’ক্ষার্থীকে ব*লা*ৎকা*রের অ*ভিযো*গ, ৩ শিক্ষক কা*রা*গা*রে

চট্টগ্রামের ফটিকছড়ি সদরে দারুল আজকা ফয়জিয়া মাদরাসার ৩ শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছেলে শিশুকে বলা*ৎকারের অভিযোগ উঠেছে।

সোমবার (২৭ এপ্রিল) রাত ৮টার দিকে ফটিকছড়ি পৌরসভা বিবিরহাট এই ঘটনা ঘটে।

এ ঘটনায় ফটিকছড়ি থানায় নির্যাতনের শিকার শিক্ষার্থীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে।

মামলায় আসামিরা হলেন- রংপুর তারাগঞ্জের রফিকুল ইসলামের ছেলে ও ওই মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক গোলাম রাব্বি (২২), ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার কামালপুকুর এলাকার আনিসুর রহমানের ছেলে ও কিতাব বিভাগের শিক্ষক মো: নুরুল ইসলাম (২৪) ও উপজেলার ভূজপুর থানার রোসাইংগোনার মো: শফিউল আলমের ছেলে পেয়ারুল ইসলাম (১৯)।

জানা যায়- গত শনিবার থেকে ঐ শিশু শিক্ষার্থীকে বলা*ৎকার করা হচ্ছে। অবশেষে সে সহ্য করতে না পেরে বিষয়টি পরিবারকে জানায়। পরে পুলিশ মাদ্রাসায় এসে অভিযুক্ত শিক্ষকদের আটক করে থানায় নিয়ে যাওয়ার পর তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email