রাঙামাটির লংগদু উপজেলার একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান লংগদু সরকারি মডেল কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন অধ্যাপক বজলুল করিম।
রবিবার (২৭ এপ্রিল) সকালে নতুন অধ্যক্ষ হিসেবে কলেজে কর্মস্থলে যোগদান করেন অধ্যাপক বজলুর করিম। এসময় ফুল দিয়ে বরন করে নেন কলেজের অন্যান্য শিক্ষক কর্মচারীগণ।
অধ্যাপক বজলুর করিম এর আগে রাঙামাটি সরকারি কলেজের দীর্ঘদিন ইতিহাস বিভাগের প্রধান ছিলেন। এরপর তিনি শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। গত ৮ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে তাঁকে অত্র কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়।
উল্লেখ্য যে, রাঙামাটি পার্বত্য জেলা দূর্গম একটি উপজেলা লংগদু। এই এলাকার শিক্ষা সুবিধা বঞ্চিত মানুষের উচ্চ শিক্ষার কথা চিন্তা করে মরহুম মীর কাসেম আলী ১৯৯৫ সালে রাবেতা মডেল কলেজ নামে কলেজটি প্রতিষ্ঠা করেন । ১৯৯৬ সালে মানবিক ও বানিজ্য বিভাগে ৯৬ জন শিক্ষার্থী দিয়ে যাত্রা শুরু হলেও সময়ের ব্যবধানে উচ্চ মাধ্যমিকের গন্ডি পেরিয়ে স্নাতক পর্যায়ে উন্নিত করা হয়েছে কলেজটিকে। ২০১৮ সালে তৎকালীন সরকার কলেজটির নাম পরিবর্তন করে জাতীয়করণ করেন ।
কলেজটির সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শহীদুল্লাহ ২০২৩ সালের ফেব্রুয়ারিতে অবসরে চলে যাওয়ার পর থেকে দীর্ঘদিন ধরে অধ্যক্ষের পদটি শূন্য থাকে। এই সময়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক মোঃ আজগর আলী।
জানা যায়, বর্তমানে কলেজটিতে স্নাতক (ডিগ্রী) ও উচ্চ মাধ্যমিক মিলিয়ে প্রায় আট শতাধিক শিক্ষার্থী অধ্যায়ন করছেন।