ফুলবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, কাশিপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও অনন্তপুর গ্রামের মৃত আনসার আলীর ছেলে আমিনুল ইসলাম (৪৫), কাশিপুর ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আজোয়াটারি গ্রামের আজিজুল হক সওদাগরের ছেলে জিল্লুর রহমান জ্যোতি (২৮)।

ফুলবাড়ী থানার ওসি শরিফুল ইসলাম জানান, ফুলবাড়ী থানায় ৬/৮/২৪ তারিখে দায়ের করা মামলার তদন্ত প্রাপ্ত আসামি আমিনুল ইসলাম ওরফে টিটি আমিনুল এবং ১৯/১/২৫ তারিখে দায়ের করা অপর এক মামলার এজাহারভুক্ত আসামি জিল্লুর রহমান ওরফে জ্যোতিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email