আরব আমিরাতে ভুজপুর প্রবাসী ওলামা পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

অসুস্থ জনিত কারণে চিকিৎসারত ভুজপুর প্রবাসী ওলামা পরিষদের প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক হযরত মাওলানা শেখ নুরুল আবছার এবং পরিষদের প্রতিষ্ঠাতা সমন্বয়ক, এক্সিডেন্টে গুরুতর আহত মাওলানা সাংবাদিক আজগর সালেহীর পরিপূর্ণ সুস্থতা কামনায়  ভূজপুর প্রবাসী ওলামা পরিষদের উদ্যোগে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ  সানাইয়া এবিসি কোম্পানি ফ্লাই  মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

রোববার (২০ এপ্রিল) বাদে মাগরিব, প্রবাসী ওলামা পরিষদের সেক্রেটারি হাফেজ মাওলানা আনোয়ার হোসেন নয়ন এর সঞ্চালনায়  অনুষ্ঠিত দোয়া মাহফিলে দোয়া-মুনাজাত পরিচালনা করেন দারুল উলূম হাটহাজারী মাদরাসার সাবেক মহাপরিচালক হযরত আল্লামা হাফেজ হামেদ সাহেব রহ. এর পুত্র, মাওলানা মুহাম্মদ আনাস আফাজী  (দা.বা.)।

এ সময় উপস্থিত ছিলেন মাওলানা জিয়াউর রহমান, সহ সভাপতি মাওলানা তৈয়ুব ,  মাওলানা আব্দুল আজিজ,  মাওলানা জয়নাল, মাওলানা  বখতিয়ার হোসেন, মাওলানা শোয়াইব মাদার্শা, মাওলানা আতিকুল্লাহ, মাওলানা ওসমান, মাওলানা নাছির, মাওলানা জাহেদ উল্লাহ,হাফেজ জিহাদ বিন মন্নান, মাওলানা হক নেওয়াজ  প্রমূখ।

ভুজপুর প্রবাসী ওলামা পরিষদের সম্মানিত সেক্রেটারি হাফেজ মাওলানা আনোয়ার  বলেন,  প্রবাসী ওলামা পরিষদের  কয়েক  জন প্রতিষ্ঠাতার অন্যতম, মাওলানা শেখ নুরুল আবছার এবং মাওলানা আজগর সালেহী । মাওলানা আবছার সাহেব বেশকিছু দিন যাবত নানা অসুস্থতায় ভুগছেন। বর্তমানে চিকিৎসকের পরামর্শ ক্রমে বিশ্রামে রয়েছেন। মাওলানা আজগর সালেহী,ও সাংবাদিক মোঃ নজরুল ইসলাম গত জুমাবার জুমার নামাজ  পড়ানোর উদ্দেশ্য রওনা কালে, মোটরসাইকেল এক্সিডেন্টে তিনি এবং তার সন্তান সহ গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় আছেন, তাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত। তাদের  পরিপূর্ণ সুস্থতা ও বরকতময় হায়াতের জন্য আমি সবার কাছে দোয়া চাচ্ছি।

এ সময় কিছুদিন পূর্বে ওমান সড়ক দুর্ঘটনায় আহত,প্রবাসী ওলামা পরিষদের সদস্য, মাওলানা আবু ওবাইদা (হাফি.)-এর সুস্থতার জন্যও দোয়া করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email