বড়ভিটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জা’ন্নাতি খাতুন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়ন পরিষদের ৩ নং প্যানেল চেয়ারম্যান মোছাঃ জান্নাতি খাতুন প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন।

সোমবার (২১ এপ্রিল) সকাল দশটায় ইউনিয়ন পরিষদ সভাপক্ষে ১নং প্যানেল চেয়ারম্যান গোলাম মোস্তফা সরকারের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি ও ২ নং প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করায় জান্নাতি খাতুনের দায়িত্ব পালনের এ সিদ্ধান্ত গৃহীত হয়।

জানা গেছে, বিগত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আতাউর রহমান মিন্টু বিপুল ভোটে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তার বিরুদ্ধে অনিয়মের নানা অভিযোগ ওঠে। অভিযোগের প্রেক্ষিতে গত ১০ অক্টোবর তিনি সাময়িক বরখাস্ত হন।

এরপর থেকে গোলাম মোস্তফা সরকার ১নং প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন। তবে সাম্প্রতিক সময়ে তিনি ও ২ নং প্যানেল চেয়ারম্যান মমিনুল ইসলাম দায়িত্ব পালনে অফারগতা প্রকাশ করেন।

সোমবার এ বিষয়ে অনুষ্ঠিত সভায় বড়ভিটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে মোছাঃ জান্নাতি খাতুনের দায়িত্ব পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় গৃহীত এ সিদ্ধান্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার অবগতির জন্য প্রেরণ করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email