বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত দেশের সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সমূহ ঘোষণা মোতাবেক অবিলম্ভে জাতীযকরণের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবারে স্মারকলিপি প্রদান করেছে রাঙ্গামাটির পার্বত্য জেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট।
২০ এপ্রিল (রবিবার) বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রেজিষ্ট্রেশনকৃত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করে সংগঠনটি।
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট রাঙ্গামাটি জেলা শাখার সদস্য সচিব মোঃ জয়নাল আবেদীন এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের আহবায়ক মাওলানা মোঃ মাইনুদ্দীন। এতে আরও উপস্থিত ছিলেন এরশাদ আলী, ইদ্রিস হোসাইন, আতাব উদ্দীন, মহিউদ্দিন, আল মামুদ, মোঃ হাসান, সালাউদ্দিন, আক্তার উদ্দিনসহ জেলা ও উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিক্ষকগণ অংশ গ্রহণ করেন।
বক্তারা তাদের বক্তব্যে বাংলাদেশ শিক্ষা বোর্ড কর্তৃক রেজিষ্টেশন প্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সমূহ শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক ঘোষনা মোতাবেক অবিলম্ভে জাতীয়করণসহ ছয় দফা দাবি নামা তুলে ধরেন।
ছয়দফা দাবি সমূহ নিম্নরূপ:
১। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা রিচার্স ইনস্টিটিউট কর্তৃক ষ্টাডি রিপো্র্টের সুপারিশের আলোকে স্বীকৃতি/ রেজিষ্ট্রেশন প্রাপ্ত অনুদানভুক্ত ও অনুদান বিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সমূহ প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণের ঘোষণ অবিলম্বে বাস্তবায়ন ।
২। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা রেজিস্ট্রেশনের ২০০৮ সালের স্থগিতাদেশ প্রত্যাহার করণ।
৩। রেজিস্ট্রেশন প্রাপ্ত কোড বিহীন মাদ্রাসা সমূহকে মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক কোড নম্বরের অন্তর্ভুক্ত করণ।
৪। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার আলাদা নীতিমালা,পাঠদানের অনুমতি, স্বীকৃতি, বেতন – ভাতা নীতিমালা –২০২৫ অনুমোদন করণ।
৫। প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় অফিস সহায়ক নিয়োগের ব্যবস্থা করণ।
৬। প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র মাদ্রাসায় প্রাক-প্রাথমিক শিক্ষা অনুমোদনের জন্য ব্যবস্থা উক্তপদে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করণ।
মানববন্ধন কর্মসূচি শেষে অবিলম্বে স্বীকৃতি/রেজিষ্ট্রেশন প্রাপ্ত অনুদানভুক্ত ও অনুদান বিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সমূহ সরকারের ঘোষনা মোতাবেক অবিলম্বে বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবরে স্মারকলিপি রাঙামাটি জেলা প্রশাসকের কাছে প্রদান করেন নেতৃবৃন্দ।