সুরাজপুর তা’লিমুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা এতি’মখানার বার্ষিক সভা ও পুরস্কার বিতরণ

চকরিয়া উপজেলাস্থ সুরাজপুর মানিকপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সুরাজপুর কৈয়ারবিলপাড়া সুরাজপুর তা’লিমুল কুরআন ইসলামিয়া মাদরাসা হেফজখানা ও এতিমখানা মাদরাসার উদ্যোগে দুইদিন ব্যাপী বৃহস্পতিবার ও শুক্রবার (১৭-১৮এপ্রিল)বার্ষিক সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।

এসময় সভায় চকরিয়া বহদ্দারকাটা মাদরসার পরিচালক মাওলানা মুহাম্মদ হোছাইন, কৈয়ারবিলপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ হোছাইন, সুরাজপুর জামে মসজিদের খতিব মাওলানা ক্বারী মুহাম্মদ বদরু ইসলাম, সুরাজপুর নতুন কৈয়ারবিলপাড়া জামে মসজিদের খতিব মাওলানা আকবর আহমদের সভাপতিত্বে প্রধান বক্তার আলোচনা পেশ করেন ঢাকা টঙ্গী জামিয়া আজিজিয়া মারকাযুল হেদায়া মাদরাসার সিনিয়র শিক্ষক মুফতি মুহাম্মদ ওবায়দুল্লাহ রফিকী।

অনুষ্ঠানে প্রথম দিনের প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী সৌদি প্রবাসী হাফেজ মুহাম্মদ মহিবুল্লাহ এবং ২য় দিনে প্রধান অতিথিবিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মুহাম্মদ শহিদুর রহমান কায়সার।

এতে আলোচনা রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড: মাওলানা মুহাম্মদ মুফতি হুমায়ুন কবির, আগ্রাবাদ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ হাফেজ মুফতি রিদুয়ানুল কাদেরী, অদুদিয়া জামে মসজিদের খতিব হাফেজ মুহাম্মদ নুরখাঁন উদ্দিন, চকোরিয়া রামপুর মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মুহাম্মদ আসাদ আলমগীর, দারুল ইরফান মাদরাসার প্রতিষ্ঠাতা হাফেজ মুহাম্মদ নুরুল কাদের, মাওলানা মুহাম্মদ আব্দুর রহমান, হাফেজ মুহাম্মদ আলা উদ্দিন ইমামি, মাওলানা শেখ আহমদ কবির, মাওলানা মুহাম্মদ আইয়ুব আনসারী, মাওলানা মুহাম্মদ জাহেদ উল্লাহ হোছাইনি, মাওলানা মুহাম্মদ গিয়াস উদ্দিন নূরী, মাওলানা মুহাম্মদ তারেকুল ইসলাম ও মাওলানা মুহাম্মদ শামসুল আলম।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন দুবাই প্রবাসী ফোরামের সভাপতি মুহাম্মদ হুমায়ুনুল ইসহাক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মুহাম্মদ রাকিবুল ইসলাম রকিব।

এসময় সভায় কক্সবাজার জেলার বিভিন্ন প্রতিযোগীতায় প্রধান হওয়া ৩৫ জন শিক্ষার্থীদেরকে মাঝে  পুরস্কার বিতরণ করেন।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কৈয়ারবিলপাড়া সুরাজপুর তা’লিমুল কুরআন ইসলামিয়া মাদরাসা হেফজখানা ও এতিমখানা মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহাম্মদ আব্দুল গফুর হুজুর (দুবাই প্রবাসী)।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email