বাউফলে ইয়াবা’সহ স্বেচ্ছাসেবক দলের নে’তা ও ছাত্রলীগ নে’তা গ্রে’প্তা’র

পটুয়াখালীর বাউফলে মো. লিটন খন্দকার (৪৫) নামের এক স্বেচ্ছাসেবক দলের নেতাকে ৫শ পিচ ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ এপ্রিল) ভোরে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

লিটন খন্দকার উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।

জানা গেছে, লিটনের সিদ্দিক বাজারে একটি পেট্রোলের ব্যাবসা রয়েছে। সম্প্রতি ডিলারের ঋণ এবং লিটনের টাকা-পয়সার নিয়ে মারপিটের ঘটনা ঘটে। এতে ওই ডিলার নিজে বাদি হয়ে মামলা করেন।
গতকাল ওই মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে গেলে তার বসতঘর‌ তল্লাশি করে ৫শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ বাদি হয়ে লিটনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করেছেন।

এদিকে একই সময় উপজেলার নওমালা ইউনিয়ন থেকে মীর মশিউর রহমানকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। মশিউর নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। অপারেশন ডেভিল হান্টের আওতায় তাকে গ্রেপ্তার করা হয়।

বাউফল থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, একটি মামলায় লিটনকে আটক করতে গেলে তার বসতঘর‌ তল্লাশি করে ওই ইয়াবা পাওয়া যায়। তার নামে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

অপারেশন ডেভিল হান্ডের মাধ্যমে অভিযান চালিয়ে মশিউর রহমান নামের এক ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email