ছা’য়ানীড় লংগদু ও বি’দ্যাকো’ষ পাঠাগারের বাংলা নববর্ষ উপলক্ষে নানা আয়োজন”

রাঙ্গামাটির লংগদুতে বিদ্যাকোষ পাঠাগার ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ছায়ানীড় লংগদু এর উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে পান্তা ভোজ, র‍্যালী, আলোচনা ও ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমাবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮ ঘটিকায় উপজেলার বাইট্টাপাড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সংলগ্ন মাঠে উপজেলার বৃহৎ সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ছায়ানীড় লংগদু ও বিদ্যাকোষ পাঠাগার আয়োজিত বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে পান্তা ভোজের আয়োজন করা হয়। পান্তা ভোজ শেষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ছায়ানীড় লংগদু এর সভাপতি প্রভাষক মোঃ হারুন রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটির পার্বত্য জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা মোঃ সেলিম চৌধুরী, লংগদু প্রেসক্লাবের উপদেষ্টা মোঃ এখলাস মিয়া খান, লংগদু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন।

সভায় বক্তারা বাংলা নববর্ষ উদযাপনের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন, এসময় তারা গ্রাম বাংলার ঐতিহ্য বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরা এবং অপসংস্কৃতি পরিহার করার জন্য সকলের প্রতি আহবান জানান।

আলোচনা শেষে ছোটদের বস্তা দৌড়, মোরগ লড়াই, বড়দের জন্য হাঁড়িভাঙ্গা এবং বিবাহিত বনাম অবিবাহিতদের মধ্যে রশি টানাটানি খেলা অনুষ্ঠিত হয়।

পরে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email