চট্টগ্রাম রাঙ্গুনিয়ায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসানের সঙ্গে রাঙ্গুনিয়া উপজেলা জামায়াত ইসলামী আমির মাওলানা মোহাম্মদ হাসান মুরাদ নেতৃত্বে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দগণ।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এই সৌজন্যে সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়দগসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রাঙ্গুনিয়া ( ৭ ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য, উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ আমিরুজ্জামান, রাঙ্গুনিয়া উপজেলা জামাতের আমির মাওলানা মোহাম্মদ হাসান মুরাদ,রাঙ্গুনিয়া উপজেলা নায়েবে আমীর মাওলানা শওকত হোসাইন, সেক্রেটারি মাস্টার কামাল উদ্দিন,রাঙ্গুনিয়া আলম শাহ পাড়া কামিল (এম.এ) মাদ্রাসার সাবেক প্রধান মুফাসসির মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন,রাঙ্গুনিয়া উপজেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রটারি মোহাম্মদ শাহ আলম,রাঙ্গুনিয়া আর্দশ শিক্ষক ফেডারেশনের সভাপতি মাষ্টার আব্দুল গফুর, নৌবাহিনী স্কুলের সিনিয়র শিক্ষক মাষ্টার হোসাইন,শহীদুল্লাহ চৌধুরি,রাঙ্গুনিয়া আর্দশ শিক্ষক ফেডারেশনের সেক্রেটারি আরিফুল হাসান চৌধুরি মুরাদ, জাফরুল ইসলাম তালুকদার যুব বিভাগের উপজেলা সভাপতি সরোয়ার হোসেন,সেক্রেটারি এসএম মহি উদ্দীন বাবু, সাংগঠনিক সম্পাদক আকবর আলী,খান টাওয়ার ও নুরজাহান কমিউনিটি সেন্টার মালিক ইন্জিনিয়ার আলম খান, নাজিম উদ্দীন, সাংবাদিক নেজাম উদ্দীন,আজিজুল হক,করিম চৌধুরি মীর জুলহাজসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান বলেন রাঙ্গুনিয়া জামায়াতে ইসলামীকে রাঙ্গুনিয়ার সার্বিক পরিস্থিতি সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে জামায়াতে ইসলামীর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলে আশা ব্যক্ত করেন এবং উপজেলায় মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ রোধসহ আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে রাঙ্গুনিয়া সর্বস্তরে জনগনের প্রতি সহযোগিতা কামনা করেন।