চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন সেবামূলক সংগঠন পূর্ব ভূজপুর মিরেরখীল প্রবাসী একতা সংঘের ২০২৫-২৬ কার্যকরী কমিটি গঠন কল্পে এক সভা গতকাল শুক্রবার (১১এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে।
সভা শেষে সকলের সর্বসম্মতি ক্রমে সভাপতি পদে নির্বাচিত হয়েছে দুবাই প্রবাসী তরুণ সমাজ সেবক মুহাম্মদ হারুন ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দুবাই রাস আল খাইমা প্রবাসী এম এম আবু বকর হারুন।
৭১ সদস্য বিশিষ্ট এ কমিটির অনন্যারা হলেন,সিনিয়র সহ সভাপতি ফোরকান বিন আবু তাহের,সহ-সভাপতি মুহাম্মদ কামাল,সহ-সভাপতি মুহাম্মদ এয়াকুব, মুহাম্মদ নুর হোসেন, মুহাম্মদ জয়নাল,মুহাম্মদ আহমেদ মাসুদ,মুহাম্মদ শিরুয়ান, মুহাম্মদ রাজু, মুহাম্মদ এরশাদ, মুহাম্মদ হাসান,মুহাম্মদ এরফানুল করিম,মুহাম্মদ আনোয়ার হোসেন সুমন,মুহাম্মদ ওসমান (পূর্ব পাড়া),
মুহাম্মদ মন্জুর মোরশেদ,মুহাম্মদ শাহেদ,মুহাম্মদ নাজিম উদ্দীন,মুহাম্মদ ইমতিয়াজ,মাওলানা আলাউদ্দিন,হাফেজ মুহাম্মদ শওকত,আবদুস শুক্কুর ও
আবদুল আজিজ বাবলু।কমিটি গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সংগঠক ও ব্যবসায়ী মানবিক ব্যক্তিত্ব মোঃ মোজাহের মিয়া বলেন-মানুষের কল্যাণে সেবা করার প্রত্যয়ে ২০২৩ সালে যাত্রা শুরু করে মিরেরখীল এলাকার প্রবাসীদের নিয়ে সংগঠন পূর্ব ভূজপুর মিরেরখীল প্রবাসী একতা সংঘ নামে।
ইতিমধ্যে মানবিক সব কাজ করে এ সংগঠনটি বেশ সুনাম অর্জন করেছে একইসাথে ফটিকছড়ি উপজেলার শ্রেষ্ঠ মানবিক সংগঠনের খ্যাত। বছরে কয়েক লাখ টাকা অনুদান দিয়ে আসছে এ সংগঠন। আগামীতেও আরো বৃহৎ আকারে কাজ করবে সংগঠনটি।
সংগঠনের সাবেক সভাপতি এইচ এম ইউসুফ বলেন, এই সংগঠনটি এলাকার গরিব অসহায় মেয়ের বিবাহ ও লেখাপড়া খরচ বাবদ বিভিন্ন অনুদান সহ অসহায় মানুষের বিপদে বন্ধুর ভূমিকা পালন করে আসছে এ সংগঠনটি।
উল্লেখ্য, বছর ব্যাপী এ সংগঠনের কর্মসূচীর মধ্যে রমজান মাসে ইফতার সামগ্রী,ঈদে বস্ত্র, শীত বস্ত্র ,বন্যার সময় জরুরী ত্রান সমাগ্রী বিতরণ সহ অসহায় অসুস্থ মানুষদের ও গৃহহীন মানুষের ঘর নির্মাণ অনুদান এবং খাদ্য সামগ্রী বিতরণ করেন এ সংগঠন। প্রেস বিজ্ঞপ্তি।