আমতলী ইউনিয়নে সে’চ্ছাসে’বক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটি বাঘাইছড়িতে ৩৭নং আমতলী ইউনিয়ন ১৭তারিখে জেলা সেচ্ছাসেবক দলের সংর্বধনা’র উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকাল ৪ঘটিকায় পাবলাখালী (আমতলী) সরকারি প্রাঃ বিদ্যালয়ের শ্রেণি কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় ৩৭ নং আমতলী ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব মো: মিরাজুল ইসলাম এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন বাঘাইছড়ি উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য মো: আব্দুল হালিম।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: নূর উদ্দিন রাজু।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ৩৭ নং আমতলী ইউনিয়ন বিএনপি’র সভাপতি সিরাজুল ইসলাম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, পৌর বিএনপি’র সহ-সাংগঠনিক আবু জাহেদ, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: হাবিবুর রহমান হাবিব, পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন জুমান,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নুরুল ইসলাম জিন্নাত, উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: হাবিব আল হাছান,উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বাবলু,পৌর সেচ্ছাসেবক দলের (ভারপ্রাপ্ত) সদস্য সচিব মো: বখতিয়ার সহ উপজেলা, পৌর, ৩৭নং আমতলী ইউনিয়ন বিএনপি, সেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতাকর্মী বৃন্দ।

উক্ত মতবিনিময় সভা বক্তারা বলেন, ২০২২ সালে ২৬ আগষ্ট সেচ্ছাসেবক দলের প্রোগ্রাম করার জন্য আমরা প্রায় দের হাজার মানুষের সমাগমের আয়োজন করেছিলাম। সারা বাঘাইছড়িতে বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমাদের কে সহযোগীতা করেছিলো। কিন্তু দুঃখের বিষয় স্বৈরাচারী সরকারের দোসর গুন্ডা বাহিনী আমাদের কে সেই সমাবেশটি করতে দেয় নি। বাঘাইছড়ি উপজেলা সদর মাঠে সমাবেশ চলাকালে তারা পরিকল্পিতভাবে হামলা চালায়।

জেলা থেকে আগত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত হলে নিশিরাতের ভোট চুর রাসেল চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র জমির হোসেন এর নেতৃত্বে দলবদ্ধ হয়ে ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠি নিয়ে হামলা চালায় গুন্ডা ছাত্রলীগের বাহিনীরা।

ঐ সময় উপজেলা, পৌর ও ৩৭ নং আমতলী ইউনিয়ন সহ দলীয় নেতাকর্মীদের গুরুতর জখম করা হয়। এছাড়া বিভিন্ন এলাকার থেকে আগত নেতাকর্মীদের ৩০-৪০টি মোটরসাইকেল ভাঙচুর ও দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। হামলার সময় নিশিরাতের ভোট চুর রাসেল চেয়ারম্যান হুমকি দেয়, ভবিষ্যতে বিএনপির কোনো সমাবেশ করার চেষ্টা করলে নেতাকর্মীদের হত্যা করা হবে।

পরিশেষে বক্তারা বলেন আগামী ১৭ এপ্রিল বৃহস্পতিবার আমরা আবারো সেচ্ছাসেবক দলের সংর্বধনা অনুষ্ঠান পালন করতে যাচ্ছি। তাই আপনাদের কাছে অনুরোধ রইলো আপনারা অতীতে যে ভাবে আমতলী ইউনিয়ন থেকে অংশ গ্রহণ করেছিলেন সে ভাবে ও আগামী ১৭ তারিখে অংশ গ্রহণ করবেন সে আশা রইলো। এবং সে দিন আমাদের মাঝে আবারো জেলা নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email