রাঙ্গুনিয়ায় নতুন ইউএনও কামরুল হাসানের যোগদান।

চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও)  হিসেবে মাহমুদুল হাসানের স্থলাভিষিক্ত হলেন কামরুল হাসান।

তিনি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায়  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে মো. কামরুল হাসান কর্মরত ছিলেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজীতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তোর ডিগ্রী অর্জন শেষে ২০১৫ সালে ৩৫তম বিসিএস ব্যাচে প্রশাসন ক্যাডার সার্ভিসে অর্ন্তভূক্ত হন।

চাকুরী জীবনে তিনি প্রথমে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারি কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলায় সহকারি কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে গাইবান্ধার পলাশবাড়ী  উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন।

তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি বিবাহিত সংসার জীবনে দুই সন্তানের জনক। তিনি গত সোমবার (০৭ এপ্রিল) দুপুরে আনুষ্ঠানিক ভাবে রাঙ্গুনিয়া  উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email