বান্দরবানে’র নাইক্ষ্যংছড়ি সী’মা’ন্তে ফের স্থ*লমা*ইন বি*স্ফো*রণে মোঃ তৈয়ব (৩৫) নামের এক বাংলাদেশী’র পা বি*ছি*ন্ন হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল আনুমানিক সাড়ে ৭ টার দিকে জারুলিয়াছড়ি বিওপি’র সীমান্তবর্তী ৪৬-৪৭ নং পিলারের শুণ্য রেখায় মিয়ানমারের অভ্যন্তরে আ’রা’কান আর্মি কর্তৃক পুতে রাখা স্থ*লমা*ই*ন বি*স্ফো*রণে এ দূ*র্ঘট*না ঘটে।
বি*স্ফো*রণে আ*হ*ত মোঃ তৈয়ব (৩৫) নাইক্ষ্যংছড়ি ইউনিয়নস্থ কম্বনিয়া গ্রামের ছাবের আহমদ এর ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, বাংলাদেশের পণ্য পা’চা’রের জন্য মি’য়া’নমা’র সীমা’ন্তের ওপারে যান এবং গ’রুসহ বিভিন্ন পণ্য নিয়ে এপারে ফিরে আসার সময় জারুলিয়াছড়ি বিওপি’র দায়িত্বপূর্ণ ৪৬ -৪৭ সীমান্ত পিলারের শূণ্য রেখায় মিয়ানমারের অভ্যন্তরে আরা’কা’ন আর্মি কর্তৃক পু’তে স্থ*লমা*ই*নে বি*স্ফো*রণ হয়।
এসময় মোঃ তৈয়ব এর ডান পা’য়ের হাঁ’টু’র নিচের অংশ ক্ষ*তবিক্ষ*ত হয়ে গু’রু’তর আ*হ*ত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসরুল হক বলেন, সীমান্তে এক যুবকের পা বিচ্ছিন্ন হওয়ার খবর পেয়েছি। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেয়া হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।
এবিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনাটি শুনেছেন তিনি বিষয়টি খতিয়ে দেখছেন।