পাহাড়ের বৈ’সা’বি উৎসবকে শা’ন্তিপূর্ণ ভাবে পালনে লংগদুতে আ’ইনশৃ’ঙ্খ’লা ক’মি’টির সভা

পাহাড়ের তিন জেলা রাঙামাটি খাগড়াছড়ি ও বান্দরবানের সবচেয়ে বড় উৎসব বৈসাবি  উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে  উৎযাপনের লক্ষ্যে লংগদু উপজেলা আইন শৃঙ্খলা কমিটির প্রস্তুতিমূলক ও বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭এপ্রিল) বেলা ১২টায় লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কফিল উদ্দিন মাহমুদ এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য মোঃ মিনহাজ মুরর্শিদ, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শামসুল আলম, লংগদু থানার অফিসার ইনচার্জ (তদন্ত ওসি) স্বরজিৎ দেব নাথ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন চাকমা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ শওকত হোসেন, লংগদু প্রেসক্লাব সভাপতি এবিএস মামুন, সম্পাদক মোঃ অালমগীর হোসেনসহ বিজিবি, ব্যাটালিন আনসার, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন দপ্তরের প্রধানগন, সকল ইউপি চেয়ারম্যান,  ও স্থানীয় গণ্যমান্য এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় আসন্ন বৈসাবি উৎসবকে সুন্দর ও সু-শৃংঙ্খল ও উৎসব মূখর করতে পাহাড়ে বসবাসরত উভয় সম্প্রদায়কে নিয়ে ইউনিয়ন ভিত্তিক কমিটি করার সিদ্ধান্ত নেওয়া হয়। যাতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটার সাথে সাথে সমাধান করা সম্ভব হয়।

তাছাড়াও উক্ত সভায় আইন-শৃংঙ্খলা বাহিনীর পাশাপাশি বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা বাহিনী (হিল ভিডিপি) সদস্যদের কাজে লাগানো সহ রাজনৈতিক নেতৃবৃন্দকে সচেতন থাকা এবং প্রশাসনকে সহযোগিতা করার অনুরোধ জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email