রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বি’দা’য় অনুষ্ঠিত

পাহাড়ের জেলা রাঙামাটির লংগদু উপজেলাধীন রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৮ এপ্রিল (মঙ্গলবার) বেলা সাড়ে ১১ টায় উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক মোঃ নূরুল করিম এর বিদায়ী সংবর্ধনা ও ২০২৫ সালের এসএসসি /এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুলদিয়ে বরণ করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এসময় বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন আতিকা আলিম রাইসা ও বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে মানপত্র গ্রহণ করেন পরীক্ষার্থী সালমা আক্তার ও জান্নাতুল মাওয়া এবং বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন জিন্নাত জাহান ইশা।

রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রথম শিক্ষক আল মামুন ইবনে মিজান এর সঞ্চালনায় ও লংগদু উপজেলা নির্বাহী অফিসার মোঃ কফিল উদ্দিন মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু জোনের মেজর সাজিদ হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশিদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন, মাইনীমুখ ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ফেরদৌস আলম, অত্র বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক মোঃ নূরুল করিম, লংগদু সরকারি মডেল ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ হারুন রশীদ ও ইবনে সিনা হাসপাতাল (সাবেক রাবেতা হাসপাতাল) এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ সাইফুল ইসলাম প্রমূখ্য।

এছাড়াও উপস্থিত ছিলেন গাঁথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সে সুপার হাফেজ মাওলানা ফোরকান আহমেদ, প্রবীণ সাংবাদিক, অত্র বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক ও লংগদু প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মোঃ এখলাস মিয়া খান, মাইনীমুখ হাইস্কুলের প্রধান শিক্ষিকা মীর রফিকুন্নেসা চৌধুরী, মাওলানা এএলএম সিরাজুল ইসলাম, লংগদু প্রেসক্লাবের সভাপতি (ভাঃ) এবিএস মামুন, সাংবাদিক ও শিক্ষক তাজ মাহমুদ,অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি এবং জুলাই বিপ্লবের ছাত্র নেতা ইন্জিনিয়ার শাহাদাত ফরাজী সাকিব, সাবেক ছাত্র ও রাংগামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক মোঃ তৌহিদুল রেজা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ছাত্র অভিবাবক আনোয়ার হোসেন সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র -ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বিদায়ী প্রধান শিক্ষক ও ২০২৫ সালের এসএসসি, এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের আগামী দিনের কল্যাণ এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কামনা করে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, অত্র বিদ্যালয়লটি যেন উপজেলা বা জেলা নয়, অত্র বিভাগের মধ্যে তার অবস্থান অক্ষুন্ন রেখে উত্তোরোত্তোর সমৃদ্ধি লাভ করতে পারে সে বিষয়ে সকলের প্রচেষ্টা ও সহযোগিতা কামনা করেন।

আলোচনা শেষে সংবর্ধিত প্রধান শিক্ষক ও বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। পরিশেষে বিদায়ী প্রধান শিক্ষক ও ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাইনীমুখ ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ফেরদৌস আলম।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email