বাউফলে শি’শু ধ*র্ষণের অ’ভিযোগে বৃদ্ধ গ্রে’ফ’তার

পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত আসামি আঃ ছালাম (৬০) ওই ইউনিয়নের বাকলা তাঁতেরকাঠী গ্রামের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত ধলু খন্দকারের ছেলে।

এজাহার সূত্রে জানা গেছে, শনিবার বিকালে ভুক্তভোগী শিশুটি বাড়ির পাশে বাজারে যাচ্ছিলো। পথিমধ্যে ওই শিশুকে প্রলোভন দেখিয়ে পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করেন সালাম।

এ সময় ভুক্তভোগী শিশুটির ডাক-চিৎকার দিলে হাসান মাতুববর নামের এক লোক এগিয়ে আসেন এবং তাদের উভয়কে উলঙ্গ অবস্থায় দেখতে পায়। পরে অভিযুক্ত ছালামকে এলাকাবাসী থানায় নিয়ে এসে পুলিশে সোপর্দ করে।

শিশুটির পিতা নূরুল ইসলাম বাউফল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পরে সালাম খন্দকার নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে সোমবার আদালতে প্রেরণ করা হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email