উখিয়া-কুতুপালং এলাকায় জমি নিয়ে বি’রো’ধ-  নি*হ*ত-৩

কক্সবাজারের উখিয়ার কুতুপালং পশ্চিম পাড়ায় আপন চাচাতো ভাইবোনদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে।

কুতুপালং বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সাথে কথা বলে জানা যায়, নিহতদের আপন চাচাতো ভাইদের মধ্যে দেওয়ালের সীমানা নিয়ে ঝগড়া হয়। সে সীমানা নিয়ে দুই পক্ষে তর্কবিতর্ক হয়ে এক পর্যায়ে নিহতদের উপর হামলা করে,হামলার পরবর্তী নিহতের ঘটনা ঘটে। আমি এখন হাসপাতালে আছি ৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে কুতুপালং বাজার মসজিদের খতিবও রয়েছে এবং বাকি দু’জন মান্নান এবং তার বোন শাহিনা। তারা সবাই আপন চাচাতো ভাই-বোন।

রোববার (০৬ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে বলে জানান উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন।

ওসি আরিফ হোসেন বলেন, আমরা কুতুপালং জমি সংক্রান্ত বিষয় নিয়ে ঘটনা হওয়ার কথা লোকমুখে শোনেছি,মৃত্যুর খবর ও এসেছে,সেখানে পুলিশের ফোর্স সহ গিয়ে বিস্তারিত জেনে আপনাদের জানানো হবে।

এঘটনায় নিহতরা হলেন কুতুপালং বাজার জামে মসজিদের খতিব আব্দুল্লাহ আল মামুন, তার চাচাতো ভাই আব্দুল মান্নান এবং শাহিনা বেগম। এরমধ্যে মামুন জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা।

এলাকার বিভিন্ন জনের মাধ্যমে জানা যায়,মৃত তিনজনের মধ্যে মাওলানা আব্দুল্লাহ আল মামুন এক পক্ষ এবং অন্য পক্ষের মান্নান এবং তার বোন শাহিনা মারা যায়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email