ঈদের টানা ছুটিতে পর্যটকদের প’দচা’রণায় মুখর বান্দরবান

দীর্ঘ ছুটিতে পর্যটকের পদচারণায় মুখরিত পার্বত্য জেলা বান্দরবান।পাহাড়ের সবুজ আর নীল আকাশের সৌন্দর্য্য দেখতে ভিড় করছেন হাজারো প্রকৃতিপ্রেমী ।

উঁচুনিচু পাহাড়ের আঁকাবাঁকা পথে ছুটে চলেছে চান্দের গাড়ি খ্যাত পর্যটন গাড়িগুলো।

মেঘলা, নীলাচল, শৈলপ্রপাত, চিম্বুক, নীলগিরি, দেবতাখুমসহ বিভিন্ন পর্যটন স্পটগুলো এখন ব্যাপক ব্যস্ত। ব্যস্ত সময় পার করছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীগণ।

প্রবাস হতে ঈদ উদযাপন করতে আসা ময়মনসিংহ জেলার আমেরিকান প্রবাসী মিরা রহমান দৈনিক বায়েজিদকে জানান, পাহাড়ের সৌন্দর্য্য আমাকে সবসময়ই বিমোহিত করে। বাংলাদেশে যখনই আসি পাহাড় আর সাগর দেখা হতে কখনোই বিরত থাকি না। বান্দরবানে অনেকবারই এসেছি। প্রতিবারই নতুন ভাবে পাহাড়ের প্রেমে পড়ে যাই। এখানের সৌন্দর্য্য ভাষায় বর্ণনা করা যাবে না।

বিনোদন কেন্দ্রগুলোতে পর্যটকের পদচারণার পাশাপাশি ব্যস্ত সময় পার করছে হোটেল, মোটেল, রেস্টুরেন্টে ব্যবসায়ীরাও। দীর্ঘ প্রতীক্ষার পর চিরচেনারুপে বান্দরবানকে পেয়ে সকলেই আনন্দিত। হোটেল ব্যবসায়ী সাইদ জানান প্রায় ১০ হতে ১২ দিন টানা বুকিং হয়ে গেছে রিসোর্টের সকল রুম। অনেকেই রুম না পেয়ে দিনে এসে দিনেই ফিরে যাচ্ছেন।

এছাড়াও গতরাতে হোটেল/ রিসোর্টে রুম না পেয়ে বিব্রতকর অবস্থায় পড়েছেন অনেক পর্যটক।
তাই এই ব্যস্ত সময়ে যারা বান্দরবানে আসছেন তাদের রুম বুকিং নিশ্চিত করার জন্যে অনুরোধ জানান হোটেল রিসোর্ট ওনার্স এসোসিয়েশন।

পর্যটকদের ভ্রমণ নিরাপদ করতে সকল প্রকার নিরাপত্তা জোরদার করেছে স্থানীয় প্রশাসন। প্রায় সকল পর্যটন কেন্দ্রেই ঘুরে ফিরে দেখছেন টুরিস্ট পুলিশ। বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ পর্যটকদের জন্যে নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে রয়েছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email