ঈদ মানে আনন্দ,ঈদ মানে খুশি,আর এই ঈদ আনন্দে কে ভিন্ন আঙ্গিকে উদযাপন করতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়া আয়োজন করল ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠান।
বুধবার(২রা এপ্রিল)সকালে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরাস্থ ইদ্রিস মিয়ার গ্রামের নিজ বাড়িতে এ ঈদ পূর্ণ মিলনি অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে ছাত্রনেতা এসএম সুমনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃশাহাদাৎ হোসেন,সাবেক মেয়র ও জাতীয় পার্টির নেতা মাহমুদুল হক চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস,যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা,সদস্য সচিব লায়ন মোহাম্মদ হেলাল,সাবেক যুগ্ম আহ্বায়ক ও কুসুমপুরা ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম নেছার,মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী মোহাম্মদ সিরাজ,ডায়মন্ড সিমেন্ট লিমিটেড কোম্পানির ডিএমডি লায়ন মোহাম্মদ হাকিম আলী,জেলা ছাত্রদলের আহবায়ক রবিউল ইসলাম রবি সহ চট্টগ্রাম দক্ষিণ জেলা,উত্তর জেলা,মহানগর বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ এবং পটিয়া উপজেলার বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।
সকাল দশটা থেকে শুরু হওয়া এ অনুষ্ঠান চলে সন্ধ্যা সাতটা পর্যন্ত,ঈদ পূর্ণ মিলনি উপলক্ষে আয়োজনের মধ্যে ছিলো শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্নার মাগফেরাত কামনায় এবং খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানির আয়োজন এবং সংগীতানুষ্ঠান কাওয়ালী।
দীর্ঘ ১৬বছর পরে এমন একটি ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান পেয়ে আনন্দ আত্মহারা দেখা যায় নেতাকর্মীদের।বিভিন্ন উপজেলা এবং জেলার নেতাকর্মীদের ঢল নামে ইদ্রিস মিয়ার বাড়িতে।যা মুহূর্তে এক মিলন মেলায় পরিণত হয়,এসময় বক্তব্য প্রদানকালে অনেক নেতাকর্মীকে আওয়ামী সরকারের বিভিন্ন মামলা-হামলা,দমন-নিপীড়নের কথা বলতে গিয়ে কান্না ও ক্ষোভ প্রকাশ করতেও দেখা যায়।